এলপিজিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

1 hour ago 3
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে ৬০ জন চিকিৎসাধীন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দুর্ঘটনাটি ঘটনা। সর্বশেষ শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর সংখ্যা জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার লিটার এলপিজিবাহী ট্যাংকার ট্রাকটির সড়কের সীমানা দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। জনবহুল ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে দুর্ঘটনার ফলে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের যানও পৌঁছতে দেরি হয়। ইতিমধ্যে সড়কের দুপাশে গাড়ির জটলা বাড়তে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা। ট্রাকচালকও নিহত হওয়ায় দুর্ঘটনার আগমুহূর্তের পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। তবু কর্তৃপক্ষ সড়কের কোনো দুর্বলতা ছিল কি না তাও খতিয়ে দেখছে। 
Read Entire Article