এলি বড়ুয়ার দুটি কবিতা

3 months ago 32

কিছুই টের পাইনি

কিছুই টের পাইনি
টের পাইনি আমার ভালোবাসা কবে
তোমার অবহেলায় রূপ নিলো
কিছুই টের পাইনি।
তোমার একটু একটু বদলে যাওয়া
দেখতে দেখতে
বুকের ভেতর কত রক্তক্ষরণ হয়েছিল
কিছুই টের পাইনি।
তোমার একটু একটু দূরে সরে যাওয়া
দেখতে দেখতে
বুকের ভেতর কবে চাপা অভিমান জমেছিল
কিছুই টের পাইনি।
আসতে আসতে মনের অজান্তে কবে যে
ওই অভিমান বিন্দু বিন্দু
দূরত্বে রূপ নিয়েছিল
তার টেরও পাইনি।
ওই দূরত্ব কবেই ভুলে যাওয়াতে রূপ নিলো
তারও টের পাইনি।
আজ দুজন নিষ্প্রাণ
তার টের আজও কেউই পাইনি।

****

নির্ভুল গল্প

ভেবে কি দেখেছো?
তুমি কতদূর ওই দুর্গম পথ পাড়ি দিয়ে
আজ এতদূর এসেছো?
ফিরে চাও পেছন পানে।
দেখো—দেখো নিজেকে
তুমি কতটা বদলে গেছো!
অথবা কতটা নিজেকে বদলে ফেলেছো।
সেই তুমি আজ তুমির মধ্যে ভীষণ তফাৎ।
যারা তোমাকে নিমিষে ভেঙে দিয়ে গেছে,
যারা তোমার পথ রুখেছিল একদিন
আজ তারা বাগ্রুদ্ধ। নত।
জীবনের পেণ্ডুলাম থেকে কতটা সময় আজ হারিয়ে গেছে।
কুয়াশায় কিশোরী ভোরে শিশির মাখা তোমার নগ্ন পায়ে
তুমি আর ফিরে যেতে পারবে না,
ভুলে ভরা গল্প শুধরিয়ে নেওয়ার জন্য।
যে পুরোনো তালা ধূলোবালি জমে
মুখ থুবড়ে পড়ে আছে বহুকাল ধরে,
ওই হারানো চাবি আর খুঁজে বেরিয়ে লাভ কী?
পেছনের দরজা বন্ধ করে দাও।
মুছে দাও সব জীর্ণ গল্প।
নতুন করে লেখো
কোনো এক নির্ভুল গল্প।

এসইউ/জিকেএস

Read Entire Article