এশিয়া কাপে আবেগঘন মুহূর্ত: ওয়েল্লালাগের বাবার স্মরণে এক মিনিট নীরবতা

2 hours ago 6
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের সূচনাটা হলো অন্যরকম এক আবেগঘন পরিবেশে। টসের আগেই মাঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করলেন দুই দলের খেলোয়াড়রা। কালো আর্মব্যান্ড পরে নেমে শ্রীলঙ্কানরা শ্রদ্ধা জানালেন সতীর্থ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের প্রয়াত বাবা সুরঙ্গা ওয়েল্লালাগেকে। বৃহস্পতিবার বাবাকে হারান দুনিথ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই পান দুঃসংবাদ, সেখান থেকে দ্রুত দেশে ফিরে শেষকৃত্যে অংশ নেন তিনি। তবে দলকে একা ফেলে না রেখে আবারও ফিরেছেন এশিয়া কাপে, খেলছেন সুপার ফোরের প্রথম ম্যাচেই। বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচে দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ১৬৮ রান করে লঙ্কানরা। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। ভারতের পর তারাই একমাত্র দল যারা গ্রুপ পর্বে টানা সব ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে। আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং, চীনকে হারিয়ে বি গ্রুপের সেরা হয়ে এসেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই বল হাতে এক উইকেট নিয়েছিলেন দুনিথ ওয়েল্লালাগে। শোকের ভার সঙ্গী করেই এবার মাঠে নামলেন তিনি। সতীর্থরা পাশে দাঁড়ালেন কালো আর্মব্যান্ডে, পুরো দল দেখাল একাত্মতার ছবি। ক্রিকেটের এই আবেগঘন মুহূর্ত ছুঁয়ে গেল দু’দলের খেলোয়াড় ও দর্শকদেরও।
Read Entire Article