এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

3 hours ago 4
এশিয়া কাপকে সামনে রেখে শুক্রবার (২২ আগস্ট) ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ বিরতির পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটকিপার–ব্যাটার নুরুল হাসান সোহান। সর্বশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে, এরপর আর লাল–সবুজ জার্সি গায়ে ওঠেনি তার। দল ঘোষণার পরই অস্ট্রেলিয়া থেকে ক্ষুদে বার্তায় দেশের একটি গণমাধ্যমকে নিজের অনুভূতি জানিয়েছেন সোহান। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ জাতীয় দলে ফেরার আনন্দে তাই সৃষ্টিকর্তার প্রতিই কৃতজ্ঞতা জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সোহানের সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসানও। প্রায় দুই বছর পর এই ডানহাতি ব্যাটারকে দেখা যাবে জাতীয় দলের স্কোয়াডে। বলা যায় ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তিনিই। গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নিয়মিত প্রমাণ করে আসছেন সোহান। শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বের দায়িত্বেও প্রশংসা কুড়িয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া বিভিন্ন আসরে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তিনি খেলেছিলেন ওয়ানডে ও টেস্টে। টি–টোয়েন্টিতে ফেরাটা তাই যেন এক নতুন সূচনা। তিন বছর পর দলে ফেরার সুযোগে সোহানের স্বপ্ন আবারও জীবন্ত হলো—এশিয়া কাপে লাল–সবুজের হয়ে আলো ছড়ানোর।
Read Entire Article