এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

2 hours ago 5

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের গ্রুপ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শরাফুর ঝড়ো অর্ধশতক আর জুনায়েদ সিদ্দিকীর বিধ্বংসী বোলিংয়ে তারা ৪২ রানে হারিয়েছে ওমানকে।

প্রথমে ব্যাট করে ইউএই তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। ওপেনার ওয়াসিম-শরাফু উদ্বোধনী জুটিতেই করেন ৮১ রান। শরাফু ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন, আর ওয়াসিম খেলেন অধিনায়কোচিত ৬৯ রানের ইনিংস, যা তার ২৪তম টি–টোয়েন্টি অর্ধশতক। এই ইনিংসেই তিনি প্রথম এমিরাতি ব্যাটার হিসেবে পেরিয়ে যান ৩ হাজার আন্তর্জাতিক টি–টোয়েন্টি রানের মাইলফলক। শেষদিকে হারশিত কৌশিকের ৮ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় ইউএই।

জয়ের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ওমানের টপ অর্ডার। জুনায়েদ প্রথম ওভারেই ফেরান আমির কালিমকে। নিজের পরের ওভারে তিনি সাজঘরে পাঠান ওমান অধিনায়ক যতীন্দ্র সিংকে (১০ বলে ২০)। এরপর হায়দার আলী ও মোহাম্মদ রোহিদের আঘাতে পাওয়ারপ্লের মধ্যেই ওমান হারায় ৫ উইকেট।

মাঝে আরিয়ান বিষ্ট (২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও জাওয়াদুল্লাহ সেই জুটি ভেঙে দেন। এরপর আবারও জুনায়েদের আগুনঝরা স্পেল—একই ওভারে শুক্লা ও হাসনাইন শাহকে ফেরান তিনি। ৪ উইকেট নিয়ে শেষ করেন ২৩ রানে।

অবশেষে ১৮.৪ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় ওমান। ফলে ৪২ রানের দাপুটে জয় নিয়ে এশিয়া কাপে প্রথম সাফল্যের স্বাদ পায় আমিরাত।

Read Entire Article