এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণেও শূন্য আসন, প্রশ্ন তুলছে সমর্থকরা

2 hours ago 3
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান। কিন্তু রোববার সন্ধ্যায় খেলা শুরুর সময় দেখা গেল এক বিরল দৃশ্য। গ্যালারির বহু আসন ফাঁকা, এমনকি কয়েকটি এনক্লোজারেও দর্শকশূন্যতা! যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টিকিট বিক্রির হিড়িক, ঘণ্টার মধ্যেই ‘সোল্ড আউট’—সেখানে শত শত টিকিট খেলার দিন সকাল পর্যন্ত অবিক্রীত রয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন, প্রিমিয়াম স্ট্যান্ড এবং কয়েকটি হসপিটালিটি বক্সের টিকিট খেলার দিন সকালেও পাওয়া যাচ্ছিল অফিসিয়াল ওয়েবসাইটে। দামও কম নয়—২০৫ থেকে শুরু করে সর্বোচ্চ ১,৬৪৫ মার্কিন ডলার পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসি) এখনো আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির হিসাব প্রকাশ করেনি। তবে জানা গেছে, সংস্থাটি কেবল ম্যাচ শুরুর পরেই এই তথ্য দেবে। স্থানীয় সমর্থকদের মতে, মূল বাধা আবহাওয়া। সেপ্টেম্বর মাস উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গরম সময়গুলোর একটি। দিনের তাপমাত্রার সঙ্গে প্রচণ্ড আর্দ্রতা মিলিয়ে সন্ধ্যায়ও বাইরে বসে থাকা কঠিন হয়ে পড়ে। দুবাই প্রবাসী শাহিদ খান এ বিষয়ে বলেন, “খেলোয়াড়রা হয়তো টাকা নিয়ে খেলতে নামবে, কিন্তু দর্শকদের তো টিকিট কিনতে বিপুল অর্থ খরচ করতে হয়। এত টাকা দিয়ে গরমে ভুগতে কে আসবে?” মাত্র কয়েক মাস আগেই নিউইয়র্কে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। সেখানকার অপরিচিত ভেন্যুতেও গ্যালারি ছিল কানায় কানায় ভর্তি। অথচ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে দুবাইয়ের মতো ভেন্যুতেও ফাঁকা আসন—যা নিঃসন্দেহে নজিরবিহীন।
Read Entire Article