এশিয়া কাপে ভারতের বিপক্ষে অল্পতেই থামল পাকিস্তান

5 hours ago 3

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়লেও শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ব্যাটে ভর করে কিছুটা লড়াইয়ের রসদ জোগাড় করেছে দলটি।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে একেবারে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সাইম আইয়ুব (০) ও মোহাম্মদ হারিস (৩) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। এরপর সাহিবজাদা ফারহান (৪৪ বলে ৪০) ও ফখর জামান (১৫ বলে ১৭) কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারে ভরাডুবি সামাল দিতে পারেননি কেউ। এক পর্যায়ে ১০০ রান করাও অসম্ভব মনে হচ্ছিল।

কিন্তু নবম উইকেটে নেমে মাত্র ১৬ বলে ৪টি ছক্কায় ৩৩ রানের তাণ্ডব চালান শাহিন। তার ঝড়ো ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন কুলদীপ যাদব, ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। দুইটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও জাসপ্রীত বুমরাহ।

তবে ১২৭ রান যে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে খুব একটা নিরাপদ নয়, তা বোঝাই যাচ্ছে। উইন প্রোবাবিলিটি অনুসারে ইনিংস বিরতিতে ভারতের জয়ের সম্ভাবনা ৭৯ শতাংশ, পাকিস্তানের মাত্র ২১ শতাংশ।

Read Entire Article