এশিয়া কাপের আগে ভারত দলে দুঃসংবাদ
এশিয়া কাপের ঠিক আগে ভারতীয় ক্রিকেটে এল দুঃসংবাদ। চোটের কারণে দুলীপ ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেলেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান। ফলে ইস্ট জোনের নেতৃত্ব থেকে শুরু করে ব্যাটিং লাইনআপে বড়সড় ধাক্কা খেল দল।
ইশান কিষান নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোট পান। সেই চোটের কারণে ইংল্যান্ড সিরিজের শেষ দিকে জাতীয় দলে ফিরতে পারেননি। এবার দুলীপ ট্রফিতেও দেখা যাবে না তাকে। এশিয়া কাপকে সামনে রেখে ভারতীয় দলের উইকেটকিপিং ডিপার্টমেন্ট নিয়ে শঙ্কা আরও বেড়ে গেল।
ইশানের অনুপস্থিতিতে ইস্ট জোন স্কোয়াডে ডাক পেয়েছেন মাত্র ২০ বছর বয়সী ওডিশার উইকেটরক্ষক-ব্যাটার আশীর্বাদ স্বাইন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০২৪ সালে। মাত্র ১১ ম্যাচে ৬১৫ রান করেছেন এই তরুণ, যার ব্যাটিং গড় ৩০.৭৫ এবং ইতিমধ্যেই তিনটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিলো এ সুযোগ।
]
অন্যদিকে ইস্ট জোনের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ ওপেনার অভিমন্যু ঈশ্বরন। জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থেকেও সুযোগ না পাওয়া ২৯ বছর বয়সী এই ব্যাটার ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ৭,৮৫০ রান করেছেন, সঙ্গে রয়েছে ২৭টি শতক ও ৩১টি অর্ধশতক।
প্রথম ম্যাচেই ইস্ট জোনের প্রতিপক্ষ নর্থ জোন, ২৮ আগস্ট বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স গ্রাউন্ডে। জয়ী দল খেলবে দক্ষিণ জোনের বিপক্ষে সেমিফাইনালে।
ইস্ট জোনের স্কোয়াড (দুলীপ ট্রফি ২০২৫):
অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), আশীর্বাদ স্বাইন (উইকেটরক্ষক), সন্দীপ পট্টনায়ক, বিরাট সিং, দিনিশ দাস, শ্রীদাম পল, শরনদীপ সিং, কুমার কুশাগ্র, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মানিশি, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ দীপ, মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই: মুখতার হোসেন, বৈভব সুর্যবংশী, স্বস্তিক সমাল, সুদীপ কুমার ঘরামী, রাহুল সিং।