এশিয়া কাপের আগে ভারত শিবিরে আরও দুঃসংবাদ

3 weeks ago 18
ভারতের ক্রিকেটের জন্য উদ্বেগের সময়ই যাচ্ছে মাত্র গতকালই খবর এল জার্সি স্পন্সর হারাতে যাচ্ছে ভারত আর এবার এল আরেকটি। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল বর্তমানে অসুস্থ এবং তাই আগামী দূলীপ ট্রফিতে নর্থ জোনের প্রতিনিধিত্ব করতে পারছেন না। এশিয়া কাপেও তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিচ্ছে।   ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্ল্যান ছিলো দলের নেতৃত্ব নেওয়ার, তবে শারীরিক অসুস্থতার কারণে তাকে এখন বিশ্রামে থাকতে হচ্ছে। গিল সম্প্রতি চণ্ডীগড়ে বিশ্রামে রয়েছেন। সংবাদমাধ্যম দৈনিক জাগরণ ও ক্রিকবাজ অনুযায়ী, গিলের রক্ত পরীক্ষার রিপোর্ট বিএসসিআই-তে জমা দেওয়া হয়েছে। বোর্ডও প্রায় নিশ্চিত করেছে যে, আগামী ২৮ আগস্ট শুরু হওয়া দূলীপ ট্রফিতে গিল খেলতে পারবেন না।
Read Entire Article