এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ
এশিয়া কাপ সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশ, ভারত, হংকংও প্রকাশ করেছে তাদের দল। এবার এশিয়া কাপ সামনে রেখে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিবি।
তারকা লেগস্পিনার রশিদ খানের নেতৃত্বে আসন্ন এশিয়া কাপে মাঠে নামবে আফগানরা। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানরা এবারও চমক দেখাতে চাইবে এশিয়া কাপে।
এশিয়া কাপের জন্য ঘোষিত দলে আছেন মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ, পরীক্ষিত ক্রিকেটার। নাভিন উল হক, ফজলহক ফারুকির পাশাপাশি তরুণ ব্যাটার সেদিকউল্লাহ আতালও রয়েছে ঘোষিত স্কোয়াডে। স্পিন বিভাগে রশিদ খান ছাড়াও মুজিব-উর রহমান ও এএম গাজানফার রয়েছেন।
উল্লেখ্য, এশিয়া কাপে হংকং-এর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯ সেপ্টেম্বর মাঠে নামবে আফগানিস্তান। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে তারা।