এস আলম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ 

1 month ago 21

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকের ১২৫টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবেদনে বলা হয়, ওই হিসাবসমূহে ২২ কোটি পঁয়ষট্টি লাখ ঊনপঞ্চাশ হাজার একশত একানব্বই টাকা থাকা অস্বাভাবিক ও সন্দেহজনক। অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ গোপন উদ্দেশ্যে উল্লিখিত ব্যাংক হিসাবসমূহে রাখা হয়েছে। যে কোনো সময় এসব অর্থ বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। কাজেই মানিলন্ডারিং প্রতিরোধে ওই ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক মো. আবু সাইদ এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের নামীয় ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধের আবেদন করেন।

Read Entire Article