এসআইআর ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও

4 hours ago 7

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু হয়েছে। এরমধ্যেই দ্বিতীয় দিনেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফর্ম নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তারা (বিএলও)।

কলকাতার ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তা (বিএলও) অমিত কুমার রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছান।

মুখ্যমন্ত্রীর বাড়ির গেটের সামনে পৌঁছালে সেখানে সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করে, তিনি কোথায় যাচ্ছে? অমিত কুমার রায় জানান, মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার দায়িত্বে আছেন তিনি এবং ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন ফর্ম দিতে এসেছেন। এরপর সুরক্ষা কর্মীরা তার সব পরিচয় পত্র দেখেন। অমিত কুমার রায়ের সঙ্গে থাকা মোবাইলটি সেখানে জমা রেখে তারপর তাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের বউ কাজুরি ব্যানার্জী সংবাদ কর্মীদের জানিয়েছেন, বিএলওর কর্মকর্তারা এসেছিলেন। যেহেতু আমাদের সবার বাড়ির ঠিকানা এক তাই দিদির বাড়িতে ফর্ম দিয়ে গেছে। অভিষেকের ফর্মও দিদির বাড়িতেই দিয়ে গেছেন।

বিভিন্ন মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই ফর্ম নিয়েছেন বলে খবর প্রকাশ হলেও মমতা ব্যানার্জী এ বিষয়ে জানিয়েছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের এলাকায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে-রেসিডেন্সির কয়জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।

যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলও’র কাছে থেকে ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

এসআইআর-এর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসআইআর-এর বিরুদ্ধে এরই মধ্যে তিনি পথে নেমেছেন এবং তৃণমূল কংগ্রেসের থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এসআইআর-এর বিরুদ্ধে সভা মিছিল করা হচ্ছে।

এমনকি দিল্লি গিয়ে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী। ভারতের বিহারে এসআইআর কার্যকর করা হয়েছে। এরপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পশ্চিমবঙ্গসহ ভারতের ১২ রাজ্য ও ৩টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ শুরু হয়েছে।

ডিডি/টিটিএন

 

Read Entire Article