এসজেডএমসির ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

2 months ago 7

ঢাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (এসজেডএমসি) ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এদিন গুণীজন সম্মাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে ঢাকার গুলশান-১-এর ‘ক্রিকেটার্স কিচেন’ মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিরকে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটির অসামান্য সৃষ্টিশীলতার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় মুঠোফোনে যুক্ত হয়ে মনিরুজ্জামান মনির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার স্মৃতি রোমন্হন করেন এবং এই গান তৈরির পেছনের গল্পগুলো শোনান। উনার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিশিষ্ট গীতিকবি মিল্টন খন্দকার। 

প্রধান অতিথি হিসেবে প্রামাণ্যচিত্রের উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় ডা. বিটু বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনিরের চিকিৎসা সংক্রান্ত সকল সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্মিত ডকুমেন্টারি উদ্বোধন করেন ডা. বিটু। এ সময় নতুন আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপদ্রষ্টা তারেক রহমানের অঙ্গীকার সমূহ উল্লেখ করেন। পাশাপাশি ডা. জুবাইদা রহমান প্রণীত ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’  প্রথমবারের মতো রোগীদের মাঝে বিতরণের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়াকে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ডা. মো. জহিরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি ডা. মো. রাশেদুল হাসান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মানিকগঞ্জ জেলা ড্যাবের সেক্রেটারি ডা. জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ সভাপতি ডা. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, সাবেক সেক্রেটারি ডা. মুহম্মদ জহুরুল হক, সাবেক সভাপতি ডা. মো. আহসানুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ডা. মিজানুল হাসেম শাহীন, সাবেক সহসভাপতি ডা. মীর সুফিয়ান জন, সাবেক সহসভাপতি ডা. তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. অপূর্ব কুমার সাহা, সাবেক সেক্রেটারি ডা. মাহবুবুল আলম জনি, সাবেক সভাপতি ডা. নাজিমুজ্জামান, সাবেক সেক্রেটারি ডা. সামিউর রহমান। আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সহসভাপতি ডা. রাজিবুল হাসান, সাবেক যুগ্ম সম্পাদক  ডা. রন্জন রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেন। 

বিভিন্ন প্রজন্মের সাবেক ও বর্তমান নেতাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উষ্ণ মিলনমেলায়, যেখানে ছিল স্মৃতিচারণ, সংহতি ও ভবিষ্যৎ পথচলার প্রত্যয়।

Read Entire Article