এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, বিশেষ সতর্কবার্তা

ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের (SP Nojrul Islam) নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের সংবেদনশীল বিষয় ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করা থেকে সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পুলিশ। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এ ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে  পুলিশ সুপারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণভাবে প্রতারকদের দ্বারা পরিচালিত। জেলা পুলিশ, ফরিদপুরে সব অফিসিয়াল যোগাযোগ এবং তথ্য শুধু সঠিক ও যাচাইকৃত অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশিত হয়। সবাইকে অনুরোধ করা যাচ্ছে, এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপে বিভ্রান্ত না হয়ে নিজেদের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি এই ধরনের অ্যাকাউন্ট বা পেজ সম্পর্কে আপনার কোনো তথ্য থাকে, তবে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের মিডিয়া সেলকে অবহিত করুন। বুধবার দুপুরে Sp Nojrul islam নামে ওই আইডিটি লক দেখা যায়। তাই আইডির স্ক্রিনশট নেওয়া যায়নি। এ ছাড়া আইডির ২ হাজার ৬০০-এর বেশি বন্ধু হয়েছে।

এসপির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, বিশেষ সতর্কবার্তা

ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের (SP Nojrul Islam) নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের সংবেদনশীল বিষয় ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করা থেকে সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পুলিশ।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এ ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে  পুলিশ সুপারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এটি সম্পূর্ণভাবে প্রতারকদের দ্বারা পরিচালিত। জেলা পুলিশ, ফরিদপুরে সব অফিসিয়াল যোগাযোগ এবং তথ্য শুধু সঠিক ও যাচাইকৃত অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশিত হয়।

সবাইকে অনুরোধ করা যাচ্ছে, এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপে বিভ্রান্ত না হয়ে নিজেদের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি এই ধরনের অ্যাকাউন্ট বা পেজ সম্পর্কে আপনার কোনো তথ্য থাকে, তবে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের মিডিয়া সেলকে অবহিত করুন।

বুধবার দুপুরে Sp Nojrul islam নামে ওই আইডিটি লক দেখা যায়। তাই আইডির স্ক্রিনশট নেওয়া যায়নি। এ ছাড়া আইডির ২ হাজার ৬০০-এর বেশি বন্ধু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow