গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই। তবে নতুন এসির ক্ষেত্রে এই সমস্যা কম হলেও পুরোনো এসির ক্ষেত্রে একটি সমস্যা প্রায়ই দেখা দেয়। তা হচ্ছে এসিতে ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না।
এয়ার কন্ডিশনার ব্যবহার করার সময়ে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ৷ এতে খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা করা সম্ভব হবে। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কৌশল-
>> গরমে ২৪ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানোর বেস্ট অপশন রয়েছে ৷ এর ফলে বিদ্যুতের খরচ কম হবে, সেটি কম হলে আরও সুবিধা হয়ে থাকে ৷
>> ঘর ঠান্ডা করার ক্ষেত্রে বিশেষভাবে ঘর ঠান্ডা থাকতে পারে ৷ ঘরে বারেবারে এসির তাপমাত্রার পরিবর্তন করলে লোড বেশি পড়তে পারে ৷
>> এসি সবসময় ফ্যান বা পাখার সঙ্গে ব্যবহার করা উচিৎ ৷ এমন করলে খুব তাড়াতাড়ি এসির ফলে ঘর ঠান্ডা হয়ে যাবে ৷ ঘর ঠান্ডা হলেই এসিকে ফ্যান মোডে রাখতে হবে ৷
>> এসির ফ্যান মোড অন রাখলেই কম্প্রেসর বন্ধ থাকবে সহজেই, বিদ্যুৎ বাঁচাতে পারা সম্ভব হবে।
>> এসির এয়ার ফিল্টারকে প্রতি ১৫-২০ দিন ছাড়া ছাড়া দুবার পরিষ্কার করতে হবে ৷ ফিল্টারে নোংরা জমলে সহজেই ঠান্ডা হয়না। তাই নিয়মিত এসির ফিল্টারটি পরিষ্কার করুন।
>> এসির ফিল্টার পরিষ্কার করা হলে ঘর ঠান্ডা করতে বেশি সময় নেবেনা ৷ এতে বিশেষ করে অনেকটাই সেভিংস হতে পারে ৷
>> ঘর যেন এক্কেবারে এয়ার টাইট থাকে অর্থাৎ কোনো ভাবেই যেন ঘরের ভেতরের হাওয়া বাইরে বা বাইরের হাওয়া ভেতরে না আসতে পারে ৷ এরফলে ঘর অত্যন্ত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
- আরও পড়ুন
- এসময় ডিস্কাউন্টে এসি কিনলে যেসব বিষয় মাথায় রাখবেন
- প্রথমবার এসি কেনার সময় মাথায় রাখুন ৭ বিষয়
সূত্র: হিন্দুস্থান টেক
কেএসকে/জিকেএস

5 months ago
79









English (US) ·