এসির হার্ট আছে, এটা জেনে অনেকেই হয়তো অবাক হয়েছেন নিশ্চয়ই। আজকাল প্রায় সব বাড়িতেই এসি ব্যবহার হচ্ছে। গরম আসার সঙ্গে সঙ্গে অনেকে নতুন এসিও কিনেছেন। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহার না জানার ফলে এসি দ্রুত নষ্ট হয় কিংবা নানান সমস্যা দেখা দিচ্ছে।
এক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখুন এসির হার্টের দিকে। হার্টের যত্ন ঠিকভাবে নিতে পারলে এক এসি আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন।
আচ্ছা এবার একটু খুলে বলা যাক, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এসি প্রস্তুতকারক কোম্পানি টিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এসির কম্প্রেসারকেই কিন্তু এসির হার্ট বলা হয়। আসলে মানুষের হার্ট কাজ করা বন্ধ করে দিলে যেমন মৃত্যু অনিবার্য। তেমনই ফ্যান, ইভাপোরেটর, ফ্রিজ বা এসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্প্রেসার।
এসিতে কম্প্রেসারের কাজই হলো আপনার ঘর ঠান্ডা করা। স্প্লিট এসিতে দুটি উপাদান থাকে, ইনডোর এবং আউটডোর ইউনিট। স্প্লিট এসির কম্প্রেসার থাকে এসির বাইরের ইউনিটে। হঠাৎ কোনো কারণে এই কম্প্রেসার খারাপ হলে দেখা দেয় নানান সমস্যা।
এসির কম্প্রেসার কাজ না করলে, এসিও সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিতে পারে। অন্য কোনো সমস্যার ফলে ঘর ঠান্ডা হওয়াও কমে যেতে পারে। কম্প্রেসারের ত্রুটির কারণে, এসির শীতলকরণ ক্ষমতা কমে যেতে পারে। কম্প্রেসারের ত্রুটির কারণে এসির ফ্যান, কয়েল এবং মোটরের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
হঠাৎ যদি এয়ার কন্ডিশনার প্রচুর শব্দ করতে শুরু করে, তাহলে বুঝতে হবে কম্প্রেসার কাজ করছে না। এসিতে যদি অতিরিক্ত বা হঠাৎ কোনো কম্পন শুরু হয় তাহলেও বুঝতে হবে যে কম্প্রেসার কাজ করছে না। এই সব ক্ষেত্রে মেকানিক ডেকে এসি সার্ভিসিং করানো প্রয়োজন।
সূত্র: গার্ডিয়ান হোম এক্সপ্রেস
কেএসকে/জেআইএম

4 months ago
12









English (US) ·