‘এসো, আমাকে ধরে নিয়ে যাও কাপুরুষ’, ট্রাম্পকে বলেছিলেন মাদুরো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনার কয়েক মাস আগে সরাসরি ট্রাম্পকে চালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট চাইলে কারাকাসের প্রেসিডেনশিয়াল প্যালেস থেকে তাকে ধরে নিয়ে যেতে পারেন। গত আগস্টে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উত্তপ্ত ভাষণে মাদুরো বলেছিলেন, ‘এসো, আমাকে ধরে নিয়ে যাও। আমি এখানেই মিরাফ্লোরেসে তার (ট্রাম্পের) জন্য অপেক্ষা করব। দেরি করো না, কাপুরুষ।’ রোববার (৪ জানুয়ারি) হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে মাদুরোকে বিদ্রূপ করে। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে মাদুরোর কটাক্ষমূলক বক্তব্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে চালানো অভিযানের দৃশ্য একত্রে দেখানো হয়। ৬১ সেকেন্ডের ওই ক্লিপে ভেনেজুয়েলায় হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিংয়ের অংশও ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বলতে শোনা যায়,

‘এসো, আমাকে ধরে নিয়ে যাও কাপুরুষ’, ট্রাম্পকে বলেছিলেন মাদুরো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনার কয়েক মাস আগে সরাসরি ট্রাম্পকে চালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট চাইলে কারাকাসের প্রেসিডেনশিয়াল প্যালেস থেকে তাকে ধরে নিয়ে যেতে পারেন।

গত আগস্টে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উত্তপ্ত ভাষণে মাদুরো বলেছিলেন, ‘এসো, আমাকে ধরে নিয়ে যাও। আমি এখানেই মিরাফ্লোরেসে তার (ট্রাম্পের) জন্য অপেক্ষা করব। দেরি করো না, কাপুরুষ।’

রোববার (৪ জানুয়ারি) হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে মাদুরোকে বিদ্রূপ করে। ভিডিওটিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে মাদুরোর কটাক্ষমূলক বক্তব্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে চালানো অভিযানের দৃশ্য একত্রে দেখানো হয়।

৬১ সেকেন্ডের ওই ক্লিপে ভেনেজুয়েলায় হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিংয়ের অংশও ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বলতে শোনা যায়, মাদুরো ‘একসময় সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা হাতছাড়া হয়েছে।’

ভিডিওতে হেগসেথকে আরও বলতে শোনা যায়, মাদুরো ‘পরিণতি না ভেবেই চরম ঝুঁকি নিয়েছিলেন, আর (এখন) তার ফল ভোগ করেছেন’। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাতে (স্থানীয় সময়) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী আকস্মিক অভিযান চালায়। এসময় মাদুরো ও তার স্ত্রী কারাকাসের নিরাপত্তার চাদরে ঢাকা ফোর্ট তিউনা সামরিক কমপ্লেক্সে নিজেদের বাসভবনে ঘুমিয়ে ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করতে বাহিনীর প্রায় ৩০ মিনিট সময় লাগে।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow