বিদেশে গিয়ে একটু আয়েশ করে বাসার পরিবেশে থাকবেন বলে আপনি যখন জায়গা খুঁজছেন, তখন প্রতিটি শহরে মানুষ তেমন আয়োজন করে রেখেছেন। নাম দিয়েছেন এয়ারবিএনবি (সব সুবিধাসহ কম সময়ের জন্য বাড়ি/ঘর ভাড়া)। আপনি চেনেন না জানেন না, একটা শহরে কয়েক দিনের জন্য একটা ঘরের মালিক! নিজের মতো রাঁধবেন, খাবেন, ঘুমাবেন।
বলতে পারেন, এসব তো হোটেলেও পাওয়া যায়। হ্যাঁ, যায়। কিন্তু এখানে একটু ঘরোয়া পরিবেশ পাওয়া যাবে। তবে... বিস্তারিত