স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের দেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়েছে। আমরা যখন জাতিগতভাবে ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ দেখাতে পেরেছি, তখন থেকে তাদের স্বর নরম হয়ে গেছে। ঐক্যই আমাদের মুক্তি একমাত্র অবলম্বন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বংলাদেশকে গড়ার যে লড়াই, সে লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই সরকারের অন্যতম উদ্দেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই। সংস্কার কমিটির (কমিটি গঠনের) তিন মাসের বেশি হলো। কমিটির সুপারিশ এবং সবার মতামতের ভিত্তিতে সংস্কার কাজ চলছে।’
এক প্রশ্নের জবাবে এই তরুণ উপদেষ্টা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হোক। জনপ্রতিনিধি ছাড়া নাগরিক সেবাগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না। এতে নাগরিকরা হেনস্তার শিকার হন, সময়ক্ষেপণ হয়, সঠিক সেবা পান না। এই চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হচ্ছে। আমাদের অফিসাররা একেকজন অনেকগুলো অতিরিক্ত দায়িত্বে আছেন। আমি চাই স্থানীয় সরকাগুলোর দ্রুত নির্বাচন হোক।’
তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে আমরা হয়তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে পারবো।
অনুষ্ঠানে অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘কেউ যদি ঠিকমতো কাজ না করে, ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে দেশের উন্নতি সম্ভব নয়। সবার আগে সরকারি অফিসে ধান্দাবাজি বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘আটোয়ারী উপজেলার ভূমি অফিসেও নাকি টাকা খাওয়ার ধান্দাবাজ লোক থাকে। টাকা ছাড়া নাকি ঠিকঠাক কাজ হয় না। এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গেছে, কেউ যদি জনগণের কথা না শোনে, জনগণের কথা না বলে, ব্যক্তিস্বার্থে নিজের আখের গোছায়, তাদেরও একইভাবে শেখ হাসিনার মতো এলাকাছাড়া করতে হবে।’
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এজেডএম বজলার রহমান, উপজেলা জামায়াতের আমির ইউনুস আলী খান রাখেন।
এর আগে উপদেষ্টা আফিস মাহমুদ হেলিকপ্টারে আটোয়ারী আসেন এবং অনুষ্ঠান শেষে একই কর্মসূচি পালনে সমন্বয়ক সার্জিস আলমসহ তেঁতুলিয়ার উদ্দেশ্যে আটোয়ারী ছেড়ে যান।।
সফিকুল আলম/এসআর/এমএস