আধুনিক বিশ্বে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা লইয়া আলোচনার সূত্রপাত করিলেই নোবেলজয়ী আল গোরের নাম উচ্চারণ করিতেই হইবে। তাহার রচিত গ্রন্থসমূহে কেবল পরিবেশগত সংকট নয়, বরং সমাজের গভীরতর অন্তর্জগতে যে এক অবক্ষয়ের ধারা চলিতেছে, তাহারও তীব্র চিত্রাঙ্কন রহিয়াছে। বিশেষত, তাহার এক লেখায় তিনি বলিয়াছেন যে, সমাজ হইতে রিজন তথা যৌক্তিকতা ক্রমাগত বিলুপ্ত হইয়া যাইতেছে। তিনি তাহার 'আর্থ ইন দ্য ব্যালান্স' গ্রন্থে এক... বিস্তারিত