পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া সোমবারের হাটে মাছ ধরার ঐতিহ্যবাহী যন্ত্র পলো নিয়ে বসেছিলেন বাহিরদাসপাড়া গ্রামের সহিদুল মিয়া। বেচাকেনা কেমন চলছে জানতে চাইলে হালকা হতাশার সঙ্গে তিনি বলেন, এখন আর পলোর কদর নাই। আগের মতো চলে না।
বাঁশ ও বেত দিয়ে তৈরি, তলা-বিহীন কলসির মতো দেখতে মাছ ধরার এই যন্ত্রটির নাম পলো। এর গায়ে ছোট ছোট ফাঁকাকৃতির জানালার মতো ছিদ্র থাকে। এক সময় বর্ষাকালে যখন কোলা-বিল পানিতে ডুবে... বিস্তারিত