ঐশীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য ও প্রেম নিয়ে মুখ খুললেন শুভ
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাদের রসায়ন নিয়ে আলোচনার পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এরই মাঝে রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমায় তাদের একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর নেট দুনিয়ায় নতুন করে চর্চা শুরু হয়। অবশেষে সিনেমাটি মুক্তির দিনে নিজেদের প্রেম ও সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। এ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শুভ স্পষ্ট করেছেন তার অবস্থান। প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সহশিল্পী ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন কতটা সত্যি—এমন প্রশ্নের জবাবে শুভ বেশ কৌশলী ও সাফ উত্তর দিয়েছেন। তিনি বলেন, “গুঞ্জন সত্য হলে আপনি প্রশ্ন করার সময় এটাকে ‘গুঞ্জন’ বলতেন না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে এ ধরনের কথা ছড়ায়—এটা নতুন কিছু নয়। আমি এগুলোকে কখনো গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। এটা তারকা জীবনের অংশ, এর বেশি কিছু নয়।” অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাখ্যা শুভকে এর আগে পর্দায় এতটা সাহসী বা অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি। ঐশীর সঙ
ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাদের রসায়ন নিয়ে আলোচনার পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এরই মাঝে রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমায় তাদের একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর নেট দুনিয়ায় নতুন করে চর্চা শুরু হয়। অবশেষে সিনেমাটি মুক্তির দিনে নিজেদের প্রেম ও সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। এ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শুভ স্পষ্ট করেছেন তার অবস্থান।
প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সহশিল্পী ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন কতটা সত্যি—এমন প্রশ্নের জবাবে শুভ বেশ কৌশলী ও সাফ উত্তর দিয়েছেন। তিনি বলেন, “গুঞ্জন সত্য হলে আপনি প্রশ্ন করার সময় এটাকে ‘গুঞ্জন’ বলতেন না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে এ ধরনের কথা ছড়ায়—এটা নতুন কিছু নয়। আমি এগুলোকে কখনো গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। এটা তারকা জীবনের অংশ, এর বেশি কিছু নয়।”
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাখ্যা শুভকে এর আগে পর্দায় এতটা সাহসী বা অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি। ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গল্প যদি ডিমান্ড করে, একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু সেটা শুধু আলোচনার জন্য বা সিনেমা বিক্রির জন্য হলে হবে না—চরিত্রের ভেতরে তার স্পষ্ট প্রয়োজন থাকতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘নূর-এর গল্পে যেটা প্রয়োজন ছিল, আমি সেটা করেছি। চরিত্র যেদিকে নিয়ে গেছে—আমিও সেভাবে অভিনয় করেছি।’
আলোচিত সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভ বলেন, “এটা আসলে ‘কিস’ নয়, এটা আসলে একটা ‘মোমেন্ট’। আমরা কখন যে সিনটা করলাম, আদৌ কি কোনো কিছু হলো? আমরা নিজেরাও বোধ হয় বুঝতে পারি নাই। সত্যি বলতে আমার অস্বস্তি লাগে নাই। কারণ সেই মোমেন্টে আরেকটা চরিত্র আমার মধ্যে বসবাস করছিল।”
উল্লেখ্য, রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ওটিটিতে মুক্তির পর শুভ-ঐশী জুটির এই কেমিস্ট্রি দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটাই এখন দেখার বিষয়।
What's Your Reaction?