ওজন ঝরিয়ে আবেদনময়ী কিয়ারা

মাতৃত্বের বিরতি কাটিয়ে অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং চালিয়ে যাওয়া এই অভিনেত্রী মা হওয়ার পর ঠিক পাঁচ মাসের মাথায় আবারও প্রকাশ্যে এলেন। আর প্রথম দর্শনেই বাজিমাত! মা হওয়ার পর তার আবেদনময়ী উপস্থিতি ও ফিটনেস দেখে রীতিমতো ঘুম উড়েছে ভক্ত-অনুরাগীদের। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি।’ তার এই স্ট্যাটাসের পর থেকেই অধীর অপেক্ষায় ছিলেন ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অপেক্ষার অবসান ঘটে। মুম্বাইয়ের একটি শুটিং সেটে কিয়ারা হাজির হন একদম নতুন রূপে। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে তিনি ফিরেছেন একেবারে ছিপছিপে গড়নে। ভাইরাল ভিডিও ও ভক্তদের উল্লাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিয়ারার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টস। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য আর গ্ল্যামারের এক অদ্ভুত সংমিশ্রণ। অভিনেত্রীর এই লুক মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। নেটিজেনরা তার ফ

ওজন ঝরিয়ে আবেদনময়ী কিয়ারা
মাতৃত্বের বিরতি কাটিয়ে অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং চালিয়ে যাওয়া এই অভিনেত্রী মা হওয়ার পর ঠিক পাঁচ মাসের মাথায় আবারও প্রকাশ্যে এলেন। আর প্রথম দর্শনেই বাজিমাত! মা হওয়ার পর তার আবেদনময়ী উপস্থিতি ও ফিটনেস দেখে রীতিমতো ঘুম উড়েছে ভক্ত-অনুরাগীদের। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি।’ তার এই স্ট্যাটাসের পর থেকেই অধীর অপেক্ষায় ছিলেন ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অপেক্ষার অবসান ঘটে। মুম্বাইয়ের একটি শুটিং সেটে কিয়ারা হাজির হন একদম নতুন রূপে। মাতৃত্বের পর ওজন ঝরিয়ে তিনি ফিরেছেন একেবারে ছিপছিপে গড়নে। ভাইরাল ভিডিও ও ভক্তদের উল্লাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কিয়ারার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টস। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য আর গ্ল্যামারের এক অদ্ভুত সংমিশ্রণ। অভিনেত্রীর এই লুক মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। নেটিজেনরা তার ফিটনেস দেখে ভূয়সী প্রশংসা করছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।’ আরেকজন লিখেছেন, ‘সে এখন আরও বেশি আবেদনময়ী।’ অক্ষয় নামের এক অনুরাগী লেখেন, ‘দেখতে চমৎকার লাগছে।’ নীতেশ লিখেছেন, ‘বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।’ শালিনি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘উফফফ, এত সুন্দর মাম্মি!’ সিনেমায় নয়, বিজ্ঞাপনে ফেরা ভক্তরা তাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় থাকলেও, কিয়ারা এখনই কোনো সিনেমার শুটিং শুরু করেননি। জানা গেছে, সোমবার তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সুখের সংসার কিয়ারার। ‘শেরশাহ’ সিনেমার সেট থেকে শুরু হওয়া তাদের প্রেম ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে পরিণয়ে রূপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন এবং গত ১৫ জুলাই তাদের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow