ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় পথচলা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়া। পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়েল। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েল-এর বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জীবনের শেষ গান’ পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।  শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।  অনুষ্ঠানে দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় পথচলা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়া। পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়েল।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েল-এর বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জীবনের শেষ গান’ পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন।

এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ। 

শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। 

অনুষ্ঠানে দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম দোয়েলের অনুষ্ঠানের ধরন, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। 

এরপর ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। জাদুর ছলাকলায় দর্শক-শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই জাদুকর। পরের পরিবেশনায় মঞ্চ মাতান শিশু শিল্পীরা। ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনায় নান্দনিকতার ছোঁয়ায় শৈল্পিক পরিবেশ সৃষ্টি হয় গোটা মিলনায়তনে।

দোয়েলের আনুষ্ঠানিক পথচলার উদ্বোধনী আয়োজনে নতুন এই ওটিটিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইর ডিরেক্টর অব মিডিয়া আবদুর রহমান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ, বৈশাখী টেলিভিশনের হেড অব ইনফোটেইনমেন্ট আহসান কবির, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনী আনুষ্ঠান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow