ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ

আকাশের বুক চিরে মহাকাশের দিকে ধেয়ে যাচ্ছিল শক্তিশালী এক রকেট। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক পরমুহূর্তেই ঘটল এক কাণ্ড! কোনো কিছু বুঝে ওঠার আগেই মাঝ-আকাশ থেকে ধেয়ে এলো আগুনের গোলা। বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ল কিম জং উনের পাশের দেশের রকেট।  সোমবার রাতের এই  দুর্ঘটনায় মুহূর্তেই ধ্বংস হয়ে গেল দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ সংস্থা ইনোস্পেসের তৈরি হ্যানবিট-ন্যানো রকেটটি। ৫টি ছোট উপগ্রহ বা স্যাটেলাইট  নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় হঠাৎই রকেটটিতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার এই উচ্চাভিলাষী প্রজেক্টটি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশে যায়। ৫৭ ফুট লম্বা রকেটটি রাত ৮টা ১৩ মিনিটে ব্রাজিলের আলকানতরা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বলে জানা গেছে। হানবিট-ন্যানো হলো ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। রকেটটি ৫টি ছোট উপগ্রহ ও ৩টি পরীক্ষামূলক যন্ত্র বহন করে কক্ষপথে নিয়ে যাওয়ার কথা ছিল। এই উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থা ও ব্রাজিলের বায়ুসেনার যৌথ পরিকল্পনা ছিল। বিস্ফোরণের সেই শিউরে ওঠা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে হইচই প

ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ
আকাশের বুক চিরে মহাকাশের দিকে ধেয়ে যাচ্ছিল শক্তিশালী এক রকেট। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক পরমুহূর্তেই ঘটল এক কাণ্ড! কোনো কিছু বুঝে ওঠার আগেই মাঝ-আকাশ থেকে ধেয়ে এলো আগুনের গোলা। বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ল কিম জং উনের পাশের দেশের রকেট।  সোমবার রাতের এই  দুর্ঘটনায় মুহূর্তেই ধ্বংস হয়ে গেল দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ সংস্থা ইনোস্পেসের তৈরি হ্যানবিট-ন্যানো রকেটটি। ৫টি ছোট উপগ্রহ বা স্যাটেলাইট  নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় হঠাৎই রকেটটিতে আগুন ধরে যায়। দক্ষিণ কোরিয়ার এই উচ্চাভিলাষী প্রজেক্টটি মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশে যায়। ৫৭ ফুট লম্বা রকেটটি রাত ৮টা ১৩ মিনিটে ব্রাজিলের আলকানতরা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বলে জানা গেছে। হানবিট-ন্যানো হলো ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। রকেটটি ৫টি ছোট উপগ্রহ ও ৩টি পরীক্ষামূলক যন্ত্র বহন করে কক্ষপথে নিয়ে যাওয়ার কথা ছিল। এই উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থা ও ব্রাজিলের বায়ুসেনার যৌথ পরিকল্পনা ছিল। বিস্ফোরণের সেই শিউরে ওঠা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। ভিডিওতে দেখা যায়, উড়ন্ত রকেটটি হঠাৎই একটা বিশাল আগুনের বলের মতো ফেটে পড়ছে এবং তার ধ্বংসাবশেষ বৃষ্টির মতো আকাশ থেকে ঝরে পড়ছে। স্পেস অরবিটের ট্র্যাকিং অনুসারে, উড়ানের পর পরই রকেটে একটি সমস্যা দেখা দেয়। সেটি পৃথিবীতে ফিরে আসে। দক্ষিণ কোরীয় সংস্থা ইনোস্পেস সমস্যার কথা স্বীকার করেছে। কিন্তু এই দুর্ঘটনার সঠিক কারণ এখনো প্রকাশ করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow