ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন: জামায়াত

1 month ago 20

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন দাবি করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ২৭ জুলাই এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৬ জুলাই আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ওবায়দুল কাদেরের ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জবাবে জানাতে চাই যে, বর্তমানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তা একান্তই ছাত্রসমাজের আন্দোলন। ছাত্রসমাজের এ আন্দোলনের প্রতি গোটা জাতির সমর্থন রয়েছে।

তিনি বলেন, ছাত্রসমাজের শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে নিরস্ত্র ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা, আহত ও গ্রেফতার করে সহিংসতা সৃষ্টি করেছে। সরকার সারাদেশে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। গত ১৪ জুলাই থেকে দেশে যেসব ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ও তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীর।

‘সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন পাশবিক শক্তি দিয়ে দমন করতে গিয়ে নাশকতা সৃষ্টি করে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট করেছে। তার বড় প্রমাণ হলো চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা সোহেল রানা ৪ লাখ টাকার চুক্তিতে চারটি বাসে আগুন দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সরকার নিজেই সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ ধ্বংস করেছে। সরকার হাস্যকরভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র শুরু করেছে। নিজেদের সৃষ্ট সহিংসতার দায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের ঘাড়ে চাপিয়ে নিজেদের কুৎসিত চেহারা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে।’

‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের গণহারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে, অপহরণ ও গুম করছে। এমনকি আহত ছাত্রনেতাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে তাদের নির্যাতন করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের এসব ফ্যাসিবাদী সন্ত্রাসী কার্যক্রম আড়াল করার হীন উদ্দেশ্যেই ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। এভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালিয়ে পার পাওয়া যাবে না। দেশের জনগণ সবই জানে। এ সরকারকেই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানাচ্ছি।

‘ঢাকার তাণ্ডবে রাজশাহীর জামায়াত সদস্যরা অংশ নেয় বলে, ২৭ জুলাই দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। ওই প্রতিবেদনে সত্যের লেশমাত্র নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

কেএইচ/এমআরএম/এএসএম

Read Entire Article