ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিভেজা রাতে নাটকীয় জয় ম্যানইউর
ওল্ড ট্র্যাফোর্ডের ভিজে মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত—লাল কার্ড, দ্রুত পরিবর্তন আর গোলের দোলাচলে রীতিমতো নাটকীয় ম্যাচ দেখল দর্শকরা। ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোর গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের নিয়তি গড়ে দেয় রবার্ট সানচেজের মাত্র পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড।
চেলসির গোলকিপার সানচেজ বক্স ছেড়ে বেরিয়ে এসে ব্রায়ান এমবেউমোকে ফাউল করেন। তখনই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। বাধ্য হয়ে কোচ এনজো মোরেস্কা দুই আক্রমণভাগের খেলোয়াড়কে তুলে নিয়ে নামান নতুন গোলকিপার ফিলিপ ইয়রগেনসেন ও আরেক ডিফেন্ডারকে। এর কিছুক্ষণ পর চোট পেয়ে বদলি হন তারকা ফরোয়ার্ড কোল পালমারও। ২০ মিনিটেই আক্রমণভাগ থেকে তিনজন হারিয়ে ব্যাকফুটে চলে যায় ব্লুজরা।
এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ইউনাইটেড। ১৪ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন অধিনায়ক ফার্নান্দেস। অল্প সময় পরই ক্যাসেমিরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আনন্দের মাঝেই বোকামি করেন—হাফটাইমের ঠিক আগে অ্যান্ড্রে সান্তোসকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। শেষ দিকে ত্রেভর চালোবাহের হেডে ব্যবধান কমায় তারা। কিন্তু তাতে কেবল সম্মান রক্ষা হয়, জয় হাতছাড়া হয়েই থাকে।
ম্যানইউর এই জয়টা তাই আরও গুরুত্বপূর্ণ। মৌসুমে এটি তাদের দ্বিতীয় জয়, যা এনে দিয়েছে শীর্ষ চারের কাছাকাছি পৌঁছানোর আত্মবিশ্বাস।
অন্যদিকে চেলসির জন্য আবারও হতাশার রাত। ২০১৩ সালের পর থেকে তারা আর ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারছে না। সানচেজের লাল কার্ড, পালমারের ইনজুরি আর আক্রমণে ছন্দহীনতার কারণেই তাদের ‘চিরচেনা ব্যর্থতার’ গল্পটাই নতুন করে লিখল ম্যানচেস্টার ইউনাইটেড।