ওসমান হাদিকে গুলি: গণতন্ত্রের মর্যাদা ও নাগরিক নিরাপত্তার পরীক্ষা

১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা শহরের বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। ব্যাটারিচালিত রিকশায় চলাচলের সময় মোটরসাইকেলে থাকা দুই সশস্ত্র হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় প্রবেশ করে বের হয়ে যায়, যার ফলে মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন। • ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র।• হামলাকারীরা মোটরসাইকেলে এসে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিকভাবে গুলি চালায়।• ঘটনার সময় আশপাশে সাধারণ মানুষ উপস্থিত ছিল।• ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত ইউনিট এলাকাটি ঘিরে ফেলে।• আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। • চিকিৎসকদের ভাষ্যমতে গুলি বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান পাশে বের হয়ে গেছে।• ফলে মস্তিষ্কের উভয় পাশে গুরু

ওসমান হাদিকে গুলি: গণতন্ত্রের মর্যাদা ও নাগরিক নিরাপত্তার পরীক্ষা

১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা শহরের বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।

ব্যাটারিচালিত রিকশায় চলাচলের সময় মোটরসাইকেলে থাকা দুই সশস্ত্র হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় প্রবেশ করে বের হয়ে যায়, যার ফলে মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগে।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

• ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
• হামলাকারীরা মোটরসাইকেলে এসে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিকভাবে গুলি চালায়।
• ঘটনার সময় আশপাশে সাধারণ মানুষ উপস্থিত ছিল।
• ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট তদন্ত ইউনিট এলাকাটি ঘিরে ফেলে।
• আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

• চিকিৎসকদের ভাষ্যমতে গুলি বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান পাশে বের হয়ে গেছে।
• ফলে মস্তিষ্কের উভয় পাশে গুরুতর ক্ষতি হয়েছে।
• তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।
• জরুরি ব্রেইন সার্জারি সম্পন্ন করা হয়েছে।
• তার অবস্থা এখনো সংকটাপন্ন।

এই হামলার ঘটনা দ্রুত একটি জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে এবং দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

• বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে গণতন্ত্র ও নির্বাচনি নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন।
• সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।
• নির্বাচনের একদিন পর এমন হামলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
• এই ঘটনার ফলে জনগণের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও আস্থাহীনতা আরও বেড়েছে।

মূল প্রশ্নটি এখন অত্যন্ত স্পষ্ট। গণতন্ত্র কি সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

• নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
• বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা থেকেই এমন লক্ষ্যভিত্তিক হামলার সুযোগ তৈরি হয়েছে।
• এর ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিচ্ছে।
• এই ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে।

এটি স্পষ্ট যে গণতন্ত্রের আওতায় প্রত্যেক নাগরিক, প্রতিটি প্রার্থী ও সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। আইন কিংবা রাজনীতির ঊর্ধ্বে মানুষের জীবন। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই গণতন্ত্রের মেরুদণ্ড।

• ওসমান হাদি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলার শিকার হয়েছেন।
• এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়। এটি জনজীবনের নিরাপত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি গভীর সতর্ক সংকেত।
• সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পর্যায়েই জনগণের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার সুযোগ নেই।
• নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ত্রুটিও জনআস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ড. মুহাম্মদ ইউনূসের সরকারের কাছে আজ জাতির প্রশ্ন একটাই। আপনি কি সত্যিই একটি নতুন বাংলাদেশ গড়তে এসেছেন, নাকি পুরনো বৈষম্যের ওপর কেবল নতুন মুখ বসাতে। গণতন্ত্রের প্রকৃত অর্থ যদি হয় সকল নাগরিকের জন্য সমান নিরাপত্তা, সমান সুযোগ এবং সমান রাষ্ট্রীয় দায়বদ্ধতা, তাহলে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিরাপত্তা বণ্টন গণতন্ত্র নয়। এটি ক্ষমতার পক্ষপাত।

ওসমান হাদির মাথায় গুলি করে হত্যাচেষ্টার মতো ঘটনা যদি বারবার ঘটে, যদি হুমকির কথা জানানোর পরও রাষ্ট্র নীরব থাকে, আর একই সময়ে নির্দিষ্ট একজন নেতার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে জনগণ যুক্তিসঙ্গতভাবেই প্রশ্ন তুলবে
এই সরকার আর আগের সরকারের মধ্যে মৌলিক পার্থক্য কোথায়।

ইতিহাস আপনাকে বিচার করবে এই প্রশ্নে নয় যে আপনি কী বলেছিলেন, বরং এই প্রশ্নে যে আপনি কার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন আর কাকে অনিশ্চয়তার মুখে ছেড়ে দিয়েছিলেন। রাষ্ট্র যদি নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের নৈতিক ভিত্তি ভেঙে পড়ে।

আজও সময় আছে
পক্ষপাত নয়, ন্যায়
ভীতি নয়, আস্থা
বিশেষ নিরাপত্তা নয়, সমান নিরাপত্তা

এই পথেই কেবল একটি সুষ্ঠু নির্বাচন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটি নিরাপদ বাংলাদেশের দিকে অগ্রসর হওয়া সম্ভব। আর একটি কথা স্পষ্টভাবে বলা জরুরি। বাংলাদেশে এবং বিশ্বব্যাপী স্বীকৃত একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন যদি সত্যিই আপনার প্রশাসন উপহার দিতে চায়, তবে শুধু কথা বললেই হবে না। Walk as you talk। আপনি যেমন বলেন, ঠিক তেমন করেই এখনই কার্যকর পদক্ষেপ নিন এবং প্রমাণ করে দেখান।

অন্যথায়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আপনাকে ক্ষমা করবে না। এটি কোনো হুমকি বা হুঁশিয়ারি নয়। এটি গণতন্ত্রের পক্ষে সত্য ও ন্যায়ের পাশে দাঁড়িয়ে একজন শুভাকাঙ্ক্ষীর হৃদয়ের কথা। এই বক্তব্যের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। উদ্দেশ্য একটাই ভুল পথে গেলে ফিরে আসার সুযোগ তৈরি করা। যেন রাষ্ট্র সঠিক পথে চলতে পারে। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে এবং সবার স্বার্থেই গণতন্ত্র টিকে থাকে।

রহমান মৃধা, গবেষক এবং লেখক,সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
[email protected]

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow