ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে। সকাল ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। সমাবেশে বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব এডভোকেট নূরুল ইসলাম বলেন, দেশে নির্বাচন বানচাল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। নজরুল ইসলাম মোল্লা বলেন, ৫ আগস্টের পর দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাবে এবং গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। তবে ছাত্রলীগের কিছু পদে থাকা সদস্যদের শিবির করা ও আন্দোলনরত শিক্ষা

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বরগুনা বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে।

সকাল ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

সমাবেশে বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব এডভোকেট নূরুল ইসলাম বলেন, দেশে নির্বাচন বানচাল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানাই।

নজরুল ইসলাম মোল্লা বলেন, ৫ আগস্টের পর দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাবে এবং গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। তবে ছাত্রলীগের কিছু পদে থাকা সদস্যদের শিবির করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য দল নির্বাচনে বাধা সৃষ্টি করতে নানা পায়তারা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।

তিনি বরগুনা জেলা বিএনপির সকল নেতা কর্মীদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow