ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘বীর চট্টলার ছাত্র-জনতা’ ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটসংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি বিপ্লব উদ্যান থেকে ওয়াসা মোড় ঘুরে আবার বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।  বিক্ষোভকারীদের অভিযোগ, এই হামলার পেছনে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পরও জুলাইয়ের সম্মুখসারির এক নেতার ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা। দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ‘বীর চট্টলার ছাত্রজনতা’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘বীর চট্টলার ছাত্র-জনতা’ ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটসংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি বিপ্লব উদ্যান থেকে ওয়াসা মোড় ঘুরে আবার বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। 

বিক্ষোভকারীদের অভিযোগ, এই হামলার পেছনে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পরও জুলাইয়ের সম্মুখসারির এক নেতার ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা।

দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

‘বীর চট্টলার ছাত্রজনতা’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow