ওসমান হাদির নিজ জেলায় সড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়। এরপর সেখানে বিকাল ৩টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীদের মধ্যে মাহমুদুল হাসান সাগর, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়।
এরপর সেখানে বিকাল ৩টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীদের মধ্যে মাহমুদুল হাসান সাগর, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
What's Your Reaction?