ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজায় জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গায়েবানা জানাজার ইমামতি করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম। জানাজা শেষে সমাবেশে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, ‘আজ হাদির হত্যাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশ উত্তাল, হাদি জীবিত থাকাকালে যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো তাকে হারাতে হতো না। আমরা স্পষ্ট করে বলতে চাই হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’ এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রাকিবু

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গায়েবানা জানাজার ইমামতি করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিম।

জানাজা শেষে সমাবেশে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখপাত্র রিদুয়ান হৃদয় বলেন, ‘আজ হাদির হত্যাকে কেন্দ্র করে যেভাবে সারা দেশ উত্তাল, হাদি জীবিত থাকাকালে যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলে হয়তো তাকে হারাতে হতো না। আমরা স্পষ্ট করে বলতে চাই হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রাকিবুল হাসান নওশাদ। তিনি বলেন, ‘হাদির মতো একজন রাজনৈতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় এড়ানো যাবে না।’

গায়েবানা জানাজা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের অন্যতম সংগঠক রিয়াজুল আনোয়ার সিন্টু, আজাদ দোভাষ, সরওয়ার কামাল, টিপু সুলতান, এমদাদুল হক, নাঈমুর রহমান তানজিদ, সৈয়দ এহসানুল হক, নিজামুদ্দিন, সাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ উদাহরণ।’ 

দ্রুত বিচার না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে বলেও তারা সতর্ক করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow