ওসমানী বিমানবন্দরে দুই যাত্রীর কাছে মিললো ১৭ কেজি সোনা

3 hours ago 5

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছে বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

উদ্ধার করা সোনার মধ্যে ১২০টি বার ও চারটি বল আকৃতির সোনার পিণ্ড রয়েছে। এসব সোনার ওজন ১৭ কেজির ওপরে।

ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় দুবাইয়ের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের দুই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে এনএসআই। পরে তাদের ব্যাগের ভেতরে চার্জার লাইট ও ছোট চার্জার ফ্যান পাওয়া যায়। এসবের ভেতর থেকে উদ্ধার হয় সোনা। এ ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদের মোবাইলে যোগাযোগ করলে তিনি সাঁড়া দেননি।

আহমেদ জামিল/জেডএইচ/এএসএম

Read Entire Article