ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

3 hours ago 4
কক্সবাজার সদর মডেল থানার ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা বাবদ পুলিশের ১০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  গত বুধবার (১৩ আগস্ট) মামলাটি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পূর্ণ তদন্ত করা হবে। আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’ মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২১ নভেম্বর থানায় যোগদান করা ওসি মো. ইলিয়াস খানের অধীনে কনস্টেবল জুয়েল আহমেদ রেজিস্টারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি চেকের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন। ২৪ মার্চ থেকে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার পর ২৭ এপ্রিল জুয়েল আহমেদকে ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আটক করা হয়।  এরপর ২৯ এপ্রিল কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জুয়েল। এ বিষয়ে ওসি মো. ইলিয়াস খান বলেন, আমার মনে হয় না, জুয়েল ছাড়া অন্য কেউ জড়িত আছে। তবে দুদকের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে। মামলার প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, কক্সবাজার সদর মডেল থানার একটি সংঘবদ্ধ চক্রও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।  
Read Entire Article