ওয়াকওভার বিতর্কে প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিবি
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে (২০২৫–২৬) অংশ না নেওয়ায় একযোগে আটটি ক্লাবকে অবনমিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ফলে চলতি মৌসুমে আর কোনো অবনমন লিগ হচ্ছে না, একই সঙ্গে স্থগিত করা হয়েছে পরবর্তী রাউন্ডের ম্যাচসূচি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ১৪ ডিসেম্বর শুরু হওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুরুতে ২০টি ক্লাব অংশ নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই রাউন্ডের সূচিও প্রকাশ করা হয় ১১ ডিসেম্বর। তবে লিগ শুরুর পর দেখা যায়, আটটি ক্লাব নির্ধারিত ম্যাচে মাঠে নামেনি, যার ফলে তাদের ম্যাচগুলোতে ওয়াকওভার দিতে হয়। গ্রুপ ‘এ’ থেকে মাঠে না নামা ক্লাবগুলো হলো— পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। গ্রুপ ‘বি’ থেকে অনুপস্থিত ছিল— খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। ডিএফডিসিএল ২০২৫–২৬ মৌসুমের নিয়ম ও ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দল নির্ধারিত ম্যাচে উপস্থিত না থাকলে এবং ওয়াকওভার
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে (২০২৫–২৬) অংশ না নেওয়ায় একযোগে আটটি ক্লাবকে অবনমিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ফলে চলতি মৌসুমে আর কোনো অবনমন লিগ হচ্ছে না, একই সঙ্গে স্থগিত করা হয়েছে পরবর্তী রাউন্ডের ম্যাচসূচি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, ১৪ ডিসেম্বর শুরু হওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুরুতে ২০টি ক্লাব অংশ নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই রাউন্ডের সূচিও প্রকাশ করা হয় ১১ ডিসেম্বর। তবে লিগ শুরুর পর দেখা যায়, আটটি ক্লাব নির্ধারিত ম্যাচে মাঠে নামেনি, যার ফলে তাদের ম্যাচগুলোতে ওয়াকওভার দিতে হয়।
গ্রুপ ‘এ’ থেকে মাঠে না নামা ক্লাবগুলো হলো— পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, অ্যাম্বার স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র।
গ্রুপ ‘বি’ থেকে অনুপস্থিত ছিল— খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
ডিএফডিসিএল ২০২৫–২৬ মৌসুমের নিয়ম ও ম্যাচ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দল নির্ধারিত ম্যাচে উপস্থিত না থাকলে এবং ওয়াকওভার গ্রহণ করলে, সেটিকে ‘নন-পার্টিসিপেটিং টিম’ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে ওই দল পরবর্তী মৌসুম থেকে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় বিভাগে নেমে যাবে।
এই বিধির আলোকে আটটি ক্লাবকেই অবনমিত ঘোষণা করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমে আলাদা করে কোনো রেলিগেশন লিগ আয়োজন করা হবে না বলে জানিয়েছে সিসিডিএম।
পরিবর্তিত পরিস্থিতিতে ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। সিসিডিএম জানায়, বাকি ১২টি অংশগ্রহণকারী ক্লাবের সঙ্গে শিগগিরই বৈঠক করা হবে। সেই বৈঠকের পর নিয়ম অনুযায়ী ১২ দলকে দুটি গ্রুপে (প্রতি গ্রুপে ৬ দল) ভাগ করে নতুন সূচি প্রকাশ করা হবে।
What's Your Reaction?