ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান

এক যুগেরও বেশি সময় পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে ছেড়ে যায়।  জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন। এক সময়ে ঢাকা থেকে করাচিতে বিমানের সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফের ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের নানা আলোচনার পর বিমান ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি থেকে ওই রুটে টিকিট বিক্রিও শুরু করেন তারা। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে। দেশের স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাই

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান
এক যুগেরও বেশি সময় পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে ছেড়ে যায়।  জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী ফ্লাইটে ১৫০ জন যাত্রী ছিলেন। এক সময়ে ঢাকা থেকে করাচিতে বিমানের সরাসরি ফ্লাইট চললেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফের ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। দুই দেশের নানা আলোচনার পর বিমান ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি থেকে ওই রুটে টিকিট বিক্রিও শুরু করেন তারা। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার ফ্লাইটগুলো চলাচল করবে। দেশের স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে করাচির স্থানীয় সময় রাত ১১টায় অবতরণ করবে। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে। ফের এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করছে বিমান। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow