মঙ্গলবার কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকা অফস্পিনার প্রেনেলান সুবরায়েনের। ম্যাচ শেষে তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে।
আইসিসি এক বিবৃতি দিয়েছে, ‘সুবরায়েনের অ্যাকশনের বৈধতা নিয়ে কিছু জায়গায় উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট দিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।’
সুবরায়েন তার ১০ ওভার বোলিং কোটা সম্পন্ন করেন। ট্রাভিস হেডের উইকেট নেন তিনি।... বিস্তারিত