ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

2 months ago 32

টি-টোয়েন্টি বিশ্বকাপেই সংক্ষিপ্ত সংস্করণ শেষ হয়েছিল সাকিব আল হাসানের। মিরপুরে টেস্টের ইতি টানতে চাইলেও সেটা হয়নি। কিন্তু ওয়ানডেতে আরও কিছুদিন খেলার ইচ্ছের কথা আগেই বলেছিলেন সাকিব। অবসর না নিলেও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং থেকে মুছে গেছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নাম। বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও নেই সাকিব। সর্বশেষ আপডেট শেষেই এমনটা দেখা গেছে।

যদিও বিষয়টি হলো আইসিসির র‌্যাঙ্কিংয়ের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির র‌্যাঙ্কিং তালিকা থেকে নাম সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও সেটাই হয়েছে। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর চোটে পড়ে দেশে ফেরেন।

তারপর নানান কারণে আর এই সংস্করণের কোনো ম্যাচ খেলেননি তিনি। এতে করে র‌্যাঙ্কিং থেকেও সরে গেছে তার নাম। তবে আবার ফেরা মাত্রই যোগ হবেন তিনি। আপাতত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

Read Entire Article