ভারতীয় ক্রিকেটে চলছে পরিবর্তনের যুগ। টেস্টের পর এবার ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে আলোচনা। রোহিত শর্মা ৩৮ বছর বয়সে পৌঁছে গেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ওয়ানডে এখনো তার প্রিয় ফরম্যাট হলেও ২০২৭ বিশ্বকাপে রোহিতের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সেই জায়গাতেই সামনে আসছে উত্তরসূরির প্রসঙ্গ।
সাম্প্রতিক সময়ে শ্রেয়াস আইয়ারের নাম জোরেশোরে শোনা যাচ্ছিল ওয়ানডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। দুই ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে টানা ফাইনালে তুলেছেন তিনি। নেতৃত্বের মিশ্রণ, অভিজ্ঞতা আর এক্স-ফ্যাক্টর—সব মিলিয়ে আইয়ারকে অনেকেই দেখছিলেন রোহিতের বিকল্প হিসেবে।
কিন্তু সেই জল্পনায় এবার পানি ঢেলে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া সাফ জানিয়ে দিলেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আইয়ারকে অধিনায়ক করার খবর একেবারেই ভিত্তিহীন।’
অন্যদিকে বিসিসিআই–এর আরেক কর্মকর্তা পরিষ্কার করে জানালেন, ওয়ানডে অধিনায়কত্বের দৌড়ে শীর্ষে আছেন শুভমান গিল। ইতোমধ্যেই তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং ওয়ানডেতে নিয়মিত ওপেনার। তার পক্ষে যুক্তি আরও জোরালো—গড়ে ৫৯ রান, সঙ্গে দলের ভাইস–ক্যাপ্টেনের দায়িত্ব। বোর্ড–সুত্রের ভাষায়, ‘যিনি টেস্টে নেতৃত্ব দিয়ে সফলতার ছাপ রেখেছেন এবং বয়সে তরুণ, তাকেই স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়কত্বের উত্তরসূরি ভাবা হচ্ছে।’
আইয়ার যতই আইপিএলে সফল হোন না কেন, ভারতীয় ক্রিকেট যে গিলকেই ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাইছে, তা এবার স্পষ্ট। বয়সে প্রায় পাঁচ বছরের ব্যবধানও গিলকে এগিয়ে রেখেছে। ইংল্যান্ড সফরে তাঁর সফল নেতৃত্ব ও ধারাবাহিক ব্যাটিংও যোগ করেছে বাড়তি পয়েন্ট।
তবে আপাতত এই বিতর্ক স্থগিত থাকছে। কারণ, রোহিত শর্মাই এখনো ওয়ানডে দলের অধিনায়ক। অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার দেখা যাবে তাকে নেতৃত্বে। আর উত্তরসূরির আসল লড়াই, সেটি শুরু হবে রোহিতের বিদায়ের দিন থেকেই।