ওয়ালিদ জামানের চারটি কবিতা

4 months ago 53

বিষাদের চিঠি

আপনি কিছু বলবেন বলে থেমে গেলেন
জানতে চাইলে কিছু না অজুহাত দিলেন
আমি কথা শোনার অপেক্ষায় রইলাম
গভীর দুঃখ ছোয়ার অনুভূতি পেলাম

আচ্ছা, কী বলবেন আপনি?
অপেক্ষা বিষাদের হলেও
এর মাঝে আনন্দ আছে
কিছু পাওয়ার আনন্দ!

সে জন্য আপনাকে লেখা বিষাদের চিঠি
কোনো কথার উত্তর না পেলে মন কাঁদে ঠিকই
আপনিও কি ঠিক এভাবেই ভাবেন
নাকি ভাবনার জগতে একাই ডোবেন?

আচ্ছা, আমার সাথে ডুববেন একদিন
খানিক দুঃখ না হয় আমিও নিলাম ঋণ
দুঃখ ধার নেওয়ার মাঝে আনন্দ আছে
নিজের দুঃখ ভোলার আনন্দ!

****

বিষণ্ণতার দিন

এখন তো তোর নতুন শুরু গুছিয়ে নিলি বেশ
সঙ্গে নিলি নতুন মানুষ নতুন কোনো দেশ
কেমন কাটে সে শহরে একলা একা
ইচ্ছে হলেই বৃষ্টি সেথায় যায় কি দেখা?

এখন কি সকালগুলো রোদের আলোয় ফোটে
মন খারাপের দিনে কি তোর শিউলি-বেলি জোটে
কেমন কাটে অমন সকাল একলা একা
খোলা পায়ে আজও নূপুর যায় কি রাখা?

এখন কেমন রাত্রি কাটাস ঠান্ডা হাওয়ায় বল
কেউ কি বলে, মাঝ রাত্তিরে হাঁটবি সাথে চল
কেমন কাটে একেকটা রাত একলা একা
আঁচল দিয়ে চোখ ভেজা জল যায় কি ঢাকা?

এখন কাকে নালিশ করিস একলা কফি হাতে
তোমায় দিলাম একশ আড়ি যদি না পাই সাথে
কেমন কাটে নীরব সময় একলা একা
বিষণ্নতার দিনগুলোকে যায় কি রোখা?

****

ভালো লাগে

কোন এক ঝুম বৃষ্টিতে
ভিজে চুর হয়ে বলেছিলেন
বৃষ্টি আপনার খুব ভালো লাগে
আপনার বৃষ্টি দেখাই আমার ভালো লাগে!

সেদিন খালি পায়ে
ঘাসের ওপর হেঁটেছিলেন
বৃষ্টিতে ভিজতে আপনার খুব ভালো লাগে
আপনার বৃষ্টি ভেজা স্নান আমার ভালো লাগে!

সেদিন খোলা চুলে
উন্মাদের মতো হেসেছিলেন
অমন শব্দ করে আপনার হাসতে ভালো লাগে
আপনার সে হাসি দেখতে আমার ভালো লাগে!

সেদিন ভেজা ঠোঁটে
আমাকে চুমু খেয়েছিলেন
ভেজা ঠোঁটে চুমু খেতে আপনার ভালো লাগে
আপনার উষ্ণ চুমু নিতে আমার ভালো লাগে!

****

নিখোঁজ

এই যে আমি রোজ, নিলাম তোমার খোঁজ
তবুও তুমি ঠিক, হারালে সব দিক
হয়েছো নিখোঁজ!

এই যে নিঠুর খেলা, দারুণ অবহেলা
সুখের ছোঁয়া পেতে, অবাধ্যতায় মেতে
হয়েছো নিখোঁজ!

এই যে বুকে ঘৃণা, যা ছিল না জানা
সুকৌশলে দিলে, ভালোবাসার ছলে
হয়েছো নিখোঁজ!

এই যে আমি একা, যায়নি তোমায় রোখা
অশ্রু টলমল, পুষছি বুকে জল
হয়েছো নিখোঁজ!

এসইউ/জিকেএস

Read Entire Article