ওয়াশিংটনে ছোট্ট পরিসরে ঈদ উদযাপন করলেন সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী । এ আয়োজনে কূটনীতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের এক মিলনমেলা বসে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ক এক পোস্টটি করেন তিনি।
পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, ওয়াশিংটনে ফিরে ছোট্ট পরিসরে আজ ঈদ রিসিপশনের আয়োজন। আমার স্ত্রী তামান্না তাহসিন এ্যানির সঞ্চালনায় সামান্য আনুষ্ঠানিকতাও হয়ে গেল ।
তিনি বলেন, এতে অন্যদের মধ্যে যোগ দেন স্টেট ডিপার্টমেন্টের ম্যাক্সিকো ও কানাডাবিষয়ক নবনিযুক্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ডানহোম, অ্যাম্বাসেডর ড্যান মোজেনা, পিটার হাস, ওসমান সিদ্দিক ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
তিনি আরও বলেন, স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ বিষয়ক ডেস্ক প্রধান সারা আলডরিচ, ইউরোপ ডেস্ক প্রধান লিকা জনস্টন, রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক জন ড্যানিলোয়িচ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের রুহানা, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ম্যাট বেইসহ স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে সুন্দর একটি সন্ধ্যা কাটল আজ।