সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন ও সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ওয়াসার পরিচালনা পরিষদের প্রতিনিধি মনোনীত করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার এর সই করা এক স্মারকে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৯ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের এক সভায় সর্ব সম্মত এক সিদ্ধান্তক্রমে বার কাউন্সিলের নির্বাচিত সম্মানিত সদস্যেদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন ও সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ওয়াসা বোর্ডের পরিচালনা পরিষদের প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো।
এফএইচ/এমআইএইচএস