ওয়াসার সাবেক এমডি কামরুল আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

2 months ago 35

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভায়রা ভাই এবং পিডিবির চেয়ারম্যান ও ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ কামরুল আলম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। কর্মক্ষেত্রে অত্যন্ত সৎ ও নীতিবান মানুষ হিসেবে দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। কোনো অন্যায় ও কাজের ক্ষেত্রে অনিয়মকে তিনি কখনোই প্রশ্রয় দিতেন না। তিনি ছিলেন পরহেজগার, পরোপকারী ও সজ্জন ব্যক্তি। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদের এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read Entire Article