কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

কক্সবাজার পৌরসভার সাবেক চারবারের চেয়ারম্যান ও গণ-অভ্যুত্থানের পর বিলুপ্ত কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল আবছারকে দুর্নীতির তিনটি পৃথক মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।  আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহম্মদ কবির হোসাইন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ১৯৮৪ সালের ২০ অক্টোবর রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনটি অনুদানের প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৬ সালে দুর্নীতি দমন কমিশন-দুদক এক সঙ্গে পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা তিনটি দীর্ঘ ২৯ বছর বিচার কার্যক্রম চলে। এতে নয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হলো। রায়ে পৃথক অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  রায় ঘোষণাকালে আদালতে অনুপস্থিত ছিলেন তিন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।  নূরুল আবছার কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত চে

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড
কক্সবাজার পৌরসভার সাবেক চারবারের চেয়ারম্যান ও গণ-অভ্যুত্থানের পর বিলুপ্ত কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল আবছারকে দুর্নীতির তিনটি পৃথক মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।  আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহম্মদ কবির হোসাইন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ১৯৮৪ সালের ২০ অক্টোবর রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনটি অনুদানের প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৬ সালে দুর্নীতি দমন কমিশন-দুদক এক সঙ্গে পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা তিনটি দীর্ঘ ২৯ বছর বিচার কার্যক্রম চলে। এতে নয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হলো। রায়ে পৃথক অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  রায় ঘোষণাকালে আদালতে অনুপস্থিত ছিলেন তিন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।  নূরুল আবছার কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন৷ এক সময় জাতীয় পার্টির রাজনীতি করলেও গত আওয়ামী আমলে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন৷ এ সময় জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শেষবার ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হারিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্বে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর কক্সবাজার ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি হন নূরুল আবছার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow