কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ডোবায় সিএনজি, আহত ৫

2 months ago 8

কক্সবাজার সদরের খরুলিয়ায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন পাঁচ যাত্রী।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রামুর চাকমারকুল এলাকার সাইফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের শ্রীমুরা এলাকার আরাফাত (২২), জামালপুর সদরের রমজান আলী (৪৫), কক্সবাজার সদরের হাসিনা বেগম (৩৪) এবং রামুর মিছবাহ উদ্দীন (২৫)।

তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রমজান ও মিছবাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি কক্সবাজার শহর থেকে রামুর দিকে যাচ্ছিলো। পথে খরুলিয়ার টেক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় সামনের অংশ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে।

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ডোবায় সিএনজি, আহত ৫

দুর্ঘটনার পর যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানিতে নেমে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

সমাজকর্মী হাকিম বলেন, ট্রাকটি পেছন থেকে এসে হঠাৎ সিএনজিকে ধাক্কা দিলে মুহূর্তেই সিএনজিটি ছিটকে গিয়ে ডোবায় পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে উদ্ধার করি। তখন অনেকে পানির নিচে আটকে ছিলেন।

রিকশাচালক বাবুল জানান, চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছি। মানুষগুলোকে পানি থেকে টেনে তোলা হচ্ছিলো। কেউ কেউ তখনও ডুবে ছিল। অনেকে কাঁদছিল। একজনের অবস্থা ছিল খুবই খারাপ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া স্থানীয় ইউপি সদস্য ইসমত আরা বলেন, আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের খরুলিয়ার ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সায়ীদ আলমগীর/এমএন/জিকেএস

Read Entire Article