কক্সবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

2 months ago 42

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । 

নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহেল (১৮) ও একেই গ্রামের বাসিন্দা জনাব আলীর ছেলে  মো. সিফাত (১৮)।

চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি কালবেলাকে বলেন, ধারণা করা হচ্ছে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। তবে যে গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

Read Entire Article