কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভে মানুষের ঢল

1 month ago 19

কক্সবাজারে সড়ক-মহাসড়কে নেমেছে মানুষের ঢল। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কক্সবাজার শহরের কালুর দোকান, হলিডে মোড এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন কক্সবাজার বাস টার্মিনালে দীর্ঘ ২ ঘণ্টা কর্মসূচি পালন করেন।

কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভে মানুষের ঢল

পরে সেখান থেকে তারা শহরের প্রবেশদ্বার লিংক রোডে যান। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সড়ক-মহাসড়কে অবস্থান নেয়। এতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক ও সাধারণ মানুষ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীরা শহরের কালুর দোকান থেকে শুরু করে লিংক রোডে শান্তিপূর্ণ বিক্ষোভ করে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম

Read Entire Article