কক্সবাজারের নতুন জেলা প্রশাসক আবদুল মান্নান

10 hours ago 4

কক্সবাজারের স্টেডিয়ামকাণ্ডের তিন দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মান্নান। তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই-আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসক হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে যানজটের শহর কক্সবাজারে নতুন করে দেড় হাজার অটোরিকশা (টমটম) লাইসেন্স প্রদানে সহযোগিতা, বাঁকখালী নদী অবৈধ দখল উচ্ছেদের নামে দীর্ঘদিনের স্বত্ব দখলীয় বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ ১২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফাইনালে উন্মত্ত টেকনাফের দর্শক কর্তৃক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেপরোয়া ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা সামাল দিতে না পারার ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে সালাহউদ্দিনের বিরুদ্ধে।

Read Entire Article