কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

2 hours ago 5

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর ভয়াবহ দাবানলে গত ছয় দিন ধরে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিলেও এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুড়ে ছারখার হচ্ছে একের পর এক এলাকা। এই আগুনে বাড়ি পুড়েছে বিনোদন জগতের অনেক তারকার। যেই তালিকায় আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এমনটাই জানিয়েছেন এই নায়িকা। খবর : রিপাবলিক ওয়ার্ল্ড 

শুরুতেই প্রীতি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি  এমন একটি দিন দেখতে পাব।  লস অ্যাঞ্জেলস শহরটি আগুনে জ্বলছে। আমাদের আশপাশের এলাকাগুলো ধ্বংস হয়ে গছে। এখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদ আছি। কিন্তু আগুন ঝর থেকে কখনও আমি ভাবিনি বাঁচব। এমন মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম।’ 

এরপর সে খানকার ভয়ংকর দৃশ্যের কথা শেয়ার করে প্রীতি আরও লিখেছেন, ‘গোটা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশে বরফের মতো ছাই উড়ছে। বাতাসের বেগ অনেক বেশি। আমার সন্তান ও আত্মীয়দের নিয়ে ঘর ছেরে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। বাড়ি পুড়ে গেছে। চারপাশের ধ্বংসলীলায় আমি মর্মাহত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখন পর্যন্ত নিরাপদ। যারা বাস্তুচ্যুত এবং এই আগুনে সবকিছু হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। আশা করি শীঘ্রই বাতাস কমে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে। সবাই নিরাপদে থাকুন।
 
অনুমান করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এরই মধ্যে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে গেছে।
 

Read Entire Article