কচুরিপানায় মিলল মানুষের কঙ্কাল

3 hours ago 6

নড়াইলের লোহাগড়ায় একটি খাল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের খাল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে হলদা গ্রামের একটি খালে কচুরিপানার ভেতর অজ্ঞাত একটি মানুষের কঙ্কাল দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালটির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হলদা গ্রাম থেকে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এটির পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহাল এলাকার ডোবার কচুরিপানার নিচে লুকানো ছিল এক ব্যক্তির কঙ্কাল। হঠাৎ স্থানীয়রা কচুরিপানার নিচে দেখতে পান এ কঙ্কাল।

পরে পুলিশ এসে সেই ডোবার কচুরিপানার নিচ থেকে বিচ্ছিন্ন কঙ্কালগুলো উদ্ধার করে পুলিশ। কঙ্কালগুলো কচুরিপানার নিচে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

Read Entire Article